নাটোর প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ভাবে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে নাটোরে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখা এবং ইঙ্গিত থিয়েটার ও ভোর হলো সংগঠনের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা শাখার যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য সচিব দেবাশীষ রায়, তাহমিনা হোসেন তানিয়া, আদিবা ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধি সমাজের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষনের ঘটনা এতটা বৃদ্ধি পেয়েছে যে, সমাজে শিশু ও নারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এভাবে একের পর এক ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমুলক কোন শাস্তি হচ্ছে না। এর ফলে অপরাধীরা পুনরায় অপরাধ করার সাহস পাচ্ছে। তাদের দাবী এই সকল ন্যাক্কারজনক কাজের জন্য অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।