রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার সকালে পবার নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা গলিত মরদেহ উদ্ধার করে।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ জন যাত্রী নিয়ে নবগঙ্গা এলাকায় পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হলেও সূচনা ও রিমন নিখোঁজ হয়। মরদেহ না পেয়ে দুইদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
নিখোঁজ সাদিয়া রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। নিখোঁজ রিমন বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।