নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী ন্যূনতম ১০ লাখ উইন্ডোজচালিত কম্পিউটার মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, এখনও আপডেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার না করায় মূলত ঝুঁকির মুখে পড়েছে কম্পিউটারগুলো। এরই মধ্যে ঝুঁকি এড়াতে নিরাপত্তা প্যাচ ছাড়া হয়েছে, কিন্তু তারপরেও শঙ্কা রয়েই গেছে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় একই ধরনের নিরাপত্তা ঝুঁকি ২০১৭ সালেও সৃষ্টি হয়েছিল। সেবারও ঝুঁকি এড়াতে প্যাচ ছেড়েছিল মাইক্রোসফট। কিন্তু প্যাচ ছাড়ার দুই মাসের মাথাতেই ‘ওয়ানাক্রাই’ নামের ম্যালওয়ারে আক্রান্ত হয়েছিল অসংখ্য কম্পিউটার।
এ প্রসঙ্গে মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের কর্মকর্তা সাইমন পোপ জানিয়েছেন, ‘প্যাচ ছাড়ার পর মাত্র দুই সপ্তাহ পার হয়েছে, এখনও শঙ্কা কাটেনি। হতে পারে ম্যালওয়ারের কোনও হামলাই হয়তো হবে না। কিন্তু তাই বলে সতর্ক না থাকাটা বোকামো হবে।’
এনগেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, ঝুঁকির মুখে রয়েছে উইন্ডোজ ৭, এক্সপি, উইন্ডোজ সার্ভার ২০০৩, উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২, উইন্ডোজ সার্ভার ২০০৮- চালিত কম্পিউটারগুলোতে। আর তাই ঝুঁকি এড়াতে সিস্টেম অ্যাডমিনদের কম্পিউটার আপডেটের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।
তথ্য সুত্রঃ banglatribune.com