নাটোর প্রতিনিধি:
পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গায় আওয়ামীলীগ দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ সহ মোট ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন তাদের মনোনয়ন পত্র জমা দেন। আজ মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের নির্ধারিত দিন আজ। সেই নির্ধারিত সময়ে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা নেওয়া হয়। আওয়ামীলীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন,স্বতন্ত্র প্রার্থী আহমেদ আলী শাহ, শাহাজাহান আলী ও তৌহিদুর রহমান লিটন সহ ৫ জন। আশরাফুল ইসলাম ফিরোজ নামে একজন প্রার্থীতার মনোনয়নপত্র উত্তোলন করলেও তিনি নির্ধারিত সময়ে তার মনোনয়ন পত্র জমা দেননি। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র তুলেছে। এরমধ্যে ৫জনই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন মুক্তার হোসেন, সেলিম রেজা, আব্দুল আলীম, আখতার হোসেন ও গোলাম মোস্তফা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়ন উত্তোললন করেছেন এবং ৪জনই তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন শিরিন আক্তার, ফরিদা পারভিন,আসমা বিবি ও মহুয়া পারভীন লিপি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৩৪৭৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৫৩ জন এবং নারী ভোটার সংখ্যা ৫১ হাজার ৬২১ জন। মোট ৫৩ টি কেন্দ্রে ২৮১ টি কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।