নিউজ ডেস্ক :
পঞ্চম ধাপের নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা সার্ভার স্টেশনে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম সহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন আসাদুজ্জামান আসাদ ( নৌকা), সাখাওয়াত হোসেন স্বতন্ত্র (আনারস) ও আহম্মদ আলী স্বতন্ত্র (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে সেলিম রেজা (চশমা), মুক্তার হোসেন ( উড়োজাহাজ), আব্দুল আলীম (টিউবয়েল), আক্তার হোসেন (বৈদ্যুতিক বাল্ব) ও গোলাম মোস্তফা (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বিবি (হাঁস), ফরিদা পারভীন (কলস), শিরিন আক্তার (সেলাই মেশিন) ও মহুয়া পারভীন লিপি (ফুটবল) প্রতীক পেয়েছেন।
উল্লে¬খ্য, আগামী ১৮ জুন নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ৫৩ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৪৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার ৮৫৩ জন ও নারী ভোটারের সংখ্যা ৫১ হাজার ৬২১ জন।