নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসেরসাব জোনাল অফিস স্থাপনের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে তমালতলা বাজারের চার রাস্তারমোড়ে অব্যাহত আন্দোলনের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করাহয়। এ সময় বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি আমজাদ হোসেনসাধু, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান নওয়াজ মাহমুদ,উপজেলা তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামান মোহন, ইউপি সদস্যগোলাম ইয়াজদানী স্বপন, তমালতলা কৃষি কারিগরি কলেজের প্রভাষকসারোয়ার জামান লিটন ও উপজেলা ক্যাব সভাপতি আব্দুল মাজিদ সহঅনান্য্যরা। এ সময় ওই এলাকার সকল রাস্তা বন্ধ করে রাখায় যান চলাচল বন্ধথাকে। পরে আন্দোলনকারীরা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিলকরে। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, উপজেলার মধ্যবর্তী স্থানহিসেবে তমালতলা সাব জোনাল অফিসের উপযুক্ত স্থান এবং এলাকায়প্রায় ৭৫ শতাংশ গ্রাহকের বসবাস। তাই অবিলম্বে এ দাবিআদায় না হলে ধর্মঘট ও বিদ্যুৎ বিল পরিশোধ না করা সহ পল্লীবিদ্যুৎ ঘেরাও কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য এর আগে গত শনিবার একই দাবিতে ওই বাজারে মানববন্ধন করে তিনদিনের আল্টিমেটাম দিয়েছিল তারা ।