নিজস্ব প্রতিবেদক:
পুর্ব বিরোধের জের ধরে নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আমজাদ সরকারকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঁঝদিঘা গ্রামে চেয়ারম্যানের বাড়ীর পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য মামুন পাঠান সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ও স্থানীয়রা জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের ছেলে আমজাদ সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের পক্ষ নিয়ে কাজ করে। এ নিয়ে অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থক স্থানীয় ইউপি সমর্থক মামুন পাঠানের সাথে বিরোধ শুরু হয়। এনিয়ে মামুন পাঠান ও আমজাদ সরকারের মধ্যে হামলা ও মামলার ঘটনাও ঘটে। আজ বিকেলে আমজাদ সরকার মামুন পাঠানের বাড়ীর এলাকায় তার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেলে মামুন পাঠান ও আমজাদ সরকারের সাথে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে মামুন পাঠান সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে আমজাদের ওপর হামলা করে। হামলায় আমজাদ সসরকার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য মামুন পাঠান সহ তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি থানায়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।