ডেস্ক নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামফলক উন্মোচন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বীর মুক্তিযোদ্ধা ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন ভুঁইয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন আজাদ ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে বীর মুুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন।