প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিনিধি দলের পর এবার নাটোরে প্রধানমন্ত্রী প্রদত্ত আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। আজ রবিবার বিকেলে জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে মুজব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত আশ্রায়ন প্রকল্পের ১৭ টি ঘর পরিদর্শণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল,ভুমি কমিশনার নিশা তানজুমসহ কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির বলেন,প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে কিছু অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিনি পরিদর্শনে এসেছেন। এসব প্রকল্পের কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেজন্য ড্রেনের ব্যবস্থা করার সাথে সাথে আর যেসব সমস্যা রয়েছে তার সমাধান করা হবে।