বাংলাদেশে নির্বাসিত মিয়ানমারের নাগরিকদের জন্য কক্সবাজারের পরিবেশ হুমকির মুখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব নেতাদের এবারের আসর ক্লাইমেট ভালনারেবল লিডারস ইভেন্ট। বুধবার (৭ অক্টোবর) এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তাগিদ দেন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্যারিস চুক্তি দ্রুত বাস্তবায়নের। এ বিষয়ে বিশ্ব নেতৃত্বকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
জলবায়ুর সুরক্ষায় বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ হুমকির মুখে পড়েছে।
এসময় ঝুঁকিতে থাকা দেশগুলোর ক্ষতিপূরণে তহবিল ছাড়সহ জলবায়ুর প্রভাব মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে চার দফা প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।