প্রায় ২১ লাখ টাকার জাল নোটসহ নওগাঁ থেকে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে সিপিসি-২ নাটোর ক্যাম্প,র্যাব-৫ রাজশাহীর একটি দল। গতকাল শনিবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপার থানার রহনপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। রবিবার র্যাব-৫এর সিপিসি-২ নাটোর ক্যাম্পে আটককৃতকে সাংবাদিকদের সামনে হাজির করে এক প্রেস ব্রিফিংএর মাধ্যমে র্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান তালুকদার এ তথ্য তুলে ধরেন। প্রেসব্রিফিংকালে তিনি জানান, গোপন সুত্রে তারা জানতে পারেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকইল গ্রামে এক ব্যক্তি বাংলাদেশী জাল টাকা নিয়ে অবস্থান করছে। এ তথ্য প্রাপ্তির পর র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের মেজর সানরিয়া ও অ্যাডিশনাল এসপি ফরহাদ হোসেনের নেতৃতে ¡র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা শাহিনুর রহমানকে ২০৮৮ টি বাংলাদেশী ১হাজার টাকার নোট ( ২০ লাখ ৮৮ হাজার) সহ আটক করে। এ ব্যাপারে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।