ডেস্ক নিউজ
সিলেটে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান (২৯) ও বদরুল ইসলাম (৪০) নামে দুই জনকে আটক করেছে র্যাব-৯।
শনিবার রাত ১০টার দিকে বিশ্বনাথের মুন্সীবাজারের নিউ আলী বস্ত্রালয় এন্ড সুজ স্টোরের ভেতর থেকে বদরুল ইসলামকে এবং রোববার নগরীর জিন্দাবাজার মিলেনিয়াম শপিং সিটি থেকে মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এই দুই যুবক দীর্ঘদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করে আসছিল। পরে র্যাব-৯-এর দুটি দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।