বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এই কবি সম্মেলন অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আগামী ২২ ডিসেম্বর বেহুলার বাসর ঘর ও মহাস্থান গড়ে কবিতাভ্রমণের মাধ্যমে শেষ হবে কবি সম্মেলন। সকাল ১০টায় কবি সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক কবি আমিনুল ইসলাম।
কবি সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর চার জনকে লেখক চক্র পুরস্কার দেওয়া হবে। এরা হচ্ছেন কবিতায় মনিরুজ্জামান মিন্টু, গল্পে কবীর রানা, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘সপ্তক’ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান এবং সাংবাদিকতায় জি এম সজল।
কবি সম্মেলনের বিভিন্ন পর্বে অতিথি থাকবেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার মল্লিক, বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, মাকিদ হায়দার, রাজা শহিদুল ইসলাম, মুজাহিদ আহমেদ, এমরান কবির, রনি বর্মন, নাজমুল হাসান, নিলয় রফিক, শিবশঙ্কর পাল, আনিফ রুবেদ, অচিন্ত্য চয়ন, চয়নিকা সাথী, জলিল আহমেদ, মাহমুদ কামালসহ দেশের বিভিন্ন প্রান্তের কবি, লেখকরা।