ডেস্ক নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন ও ওই সড়কের পাশে চার হাজার বৃক্ষ রোপণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
রোববার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সড়কের উদ্বোধন করেন তিনি। পরে এক সভায় এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্মরণ রাখতে এ সড়কটির নামকরণ করা হয়েছে। কারণ বঙ্গবন্ধু তাঁর জীবন-যৌবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন। তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বাঙালিদের জন্য পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন।
বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদারের সভাপতিত্বে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।