তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বন্যায় চলনবিলবাসিকে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। প্রতিটা দুর্যোগে আমরা বানভাসি মানুষের পাশে ছুটে এসেছি। গোটা বিশ্ব আজ বড় সংকটের মধ্য রয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত। মারা গেছে লক্ষ লক্ষ মানুষ। ৫ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মহামারী করোনা ভাইরাস অপরদিকে বন্যা এই দুর্যোগে জননেত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্য আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতা কর্মী মারা গেছেন, তবু মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় আওয়ামীলীগের কর্মীরা তথা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমরা মিথ্যার রাজনীতি করিনা। আমরা দুর্যোগে জনগনের পাশে আছি, থাকবো, ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, কেউ অনাহারে থাকবে না, আশ্রয়হীন থাকবে না। আমরা অসহায় মানুষের পাশে দলমত সবাইকে এক কাতারে এসে সহযোগিতার আহবান জানান তিনি।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার ডাহিয়া ও সাতপুকুরিয়া ইউনিয়নে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,ডাহিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান, পিআইও আল আমিন সরকার, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।