নাটোর প্রতিনিধি:
নাটোরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়ান শীপ খেলায় পাবনা জেলা দল ০২-০১ গোলে নাটোর জেলা দলকে হারিয়েছে। আজ বুধবার বিকেলে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ গোল ছাড়াই শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২০মিনিটের মাথায় ৯ নম্বর জার্সিধারি পাবনা দলের রতন ১ম গোলটি করে নিজ দলকে এগিয়ে নিয়ে যান। এরপর পাবনা দলের ১০ নম্বর জার্সিধারী শিশির ৪০মিনিটের মাথায় ২য় গোলটি করেন। এরপর নাটোর জেলা দল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হবার ১মিনিট আগে নাটোর জেলা দলের ১০ নম্বর জার্সিধারি সুফল পাবনার জালে একটি গোল করেন।
এর আগে এ খেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ কর্মকর্তারা।