নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন- স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ তৈরীতে জননেত্রী শেখ হাসিনার গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী, ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, ২০৩১ সালে টেকসই উন্নয়ন পরিকল্পনার পথ পরিক্রমায় আমরা পৌঁছে যেতে চাই ২০৪১ সালের কাংখিত উন্নত বাংলাদেশে। তিনি আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষির্ক উদ্যাপন উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা বিষয়ক সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম,নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভাশেষে জেলা পর্যায়ে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষির্ক উদ্যাপন উপলক্ষে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।