নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় ট্রাকের ধাক্কায় হাসু মিয়া নামে এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসু মিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত দবির খামারুর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ৯ টার দিকে হাসু মিয়া তার অটো ভ্যান নিয়ে গড়মাটি বাজারের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় পৌছালে পিছন থেকে মাল বোঝায় একটি ট্রাক তাকর ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটো ভ্যানটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হাসু মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। পরে ট্রাকটিকে নাটোরের শেষ সীমানা ও পবনার শুরু সীমানা মোলাডুলি এলাকা থেকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।