নাটোরের বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি ও লাঞ্চিত করার মামলায় প্রাধান আসামি সহ আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট গ্রেফতার ৫ জন। গতরাতে উপজেলার মানিকপুর চেকপোষ্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, মামলার প্রধান আসামী উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে রুবেল বালি ও মালিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে জামাল উদ্দিন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ এর কক্ষে প্রবেশ করে তার হাত কেটে নেওয়ার হুমকি, শারীরিকভাবে লাঞ্চিত ও অফিসের জরুরী ফাইলপত্র তছনছ করে রুবেল বালি সহ ৩০/৩৬ জন ব্যক্তি। এ ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিজে বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় থানায় রুবেল বালি সহ ৪ জনের নাম সহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপন করে। তথ্য প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর গতকাল রাতে মামলার প্রধান আসামি সহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।