নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম থেকে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র্যাব ৫। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের সামনে থেকে তাদের অস্ত্র সহ আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী শহরের হাদির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম প্রিন্স (৩২) ও আতিকুর রহমান ভূঁইয়ার ছেলে বেলাল হোসেন ভূঁইয়া (২৭)।
র্যাব-৫ এর উপ পরিচালক মাহমুদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী বেলাল ভূঁইয়াকে আটক করতে গেলে সে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি পুকুরে ঝাপ দেয়। পরে কয়েকজন র্যাব সদস্য পুকুরে নেমে বেলালকে আটক করে এবং তার কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও সংরক্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।