নাটোরের বড়াইগ্রামের বনপাড়া থেকে জুয়া খেলার অপরাধে নয় জুয়ারুকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া এলাকা থেকে তাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করা হয়। আটককৃতরা উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার আব্দুর রশিদ মজুমদারের ছেলে সেলিম মজুমদার (৪৫), শাহ আলমের ছেলে শরীফুল ইসলাম (২৩), খলিলুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), বেলাল সরদারের ছেলে আলমগীর হোসেন রনি (৩৫), নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে মোতালেব ব্যাপারী (৩০), গফুর ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী (২০), রেজাউল করিমের ছেলে রনি (২১), শাহজাহান গাজীর ছেলে আজিম উদ্দিন (২৩) এবং বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, কিছুদিন যাবৎ মালিপাড়া মহল্লার সেলিম মজুমদারের বাড়িতে জুয়া খেলার আসর বসছে বলে এলাকাবাসী অভিযোগ করে আসছিল। এরই সুত্র ধরে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযারকালে জুয়া খেলার অভিযোগে নয় জুয়ারুকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে আগামিকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।