নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বনপাড়া পৌরসভায় সোমবার কোন প্রকার অতিরিক্ত করারোপ ছাড়া ২০১৯-২০২০ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৩ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৮৪৩ টাকা ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ১৫ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৩ লাখ ২০ হাজার ৮২৮ টাকা। বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ওই বাজেট ঘোষণা করেন। পৌর মিলনায়তনে পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সূধী, সাংবাদিকদের উপস্থিতিতে ঘোষিত বাজেট সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমূখ। বাজেট সভায় মেয়র কেএম জাকির হোসেন জানান, কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসাবে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও দুঃস্থ্য জনগোষ্ঠির উন্নয়ন কল্পে জিএপি ও পিআরএপি বাস্তবায়ন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সহজলভ্য করার জন্য সরবরাহের ব্যবস্থা চালু, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ, সড়ক বাতি সম্প্রসারণ, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপন ও মশক নিধণ এবং শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় খাতে যথাযথ বরাদ্দ রাখা হয়েছে।