ডেস্ক নিউজ
রাজকোটে বাংলাদেশ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন রান তাড়া করে ম্যাচ জয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার রাজকোটে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে হারিয়ে অজিদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে ভারত।
রান তাড়া করে ৬১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে ৪১টিতে জয় পেয়েছে ভারত। ৬৯ ম্যাচে রান তাড়া করে ৪০টিতে জিতে দ্বিতীয় পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছে পাকিস্তান। বাবর আজমরা ৬৭ ম্যাচে রান তাড়া করে ৩৬টিতে জয় পেয়েছে।