ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের দুজন বিশিষ্ট গুণী অধ্যাপক সন্জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বছর ভারত সরকার ১১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে। তাঁদের মধ্যে সাতজন পেয়েছেন পদ্মবিভূষণ, ১০ জন পেয়েছেন পদ্মভূষণ আর ১০২ জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মাননা। এর আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন। আর ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক এবং সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।
২.
সন্জীদা খাতুন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক, বাঙালি সংস্কৃতির বিরল সাধক। কাজী মোতাহার হোসেন ও সাজেদা খাতুনের কন্যা সন্জীদা খাতুন ঐতিহ্যবাহী পরিবারের পরম্পরাই শুধু রক্ষা করেননি, নিজেই সৃষ্টি করেছেন নতুন ঐতিহ্যধারা। বায়ান্নর ভাষার মিছিল থেকে আজ অবধি তিনি প্রগতি–সরণির অনলস অভিযাত্রী। একুশ তাঁকে ‘ভাষা দিয়েছে’, গত শতকের ষাটের দশকজুড়ে বুদ্ধিবৃত্তিক-সাংস্কৃতিক আন্দোলন তাঁকে শাণিত করেছে আর একাত্তর তাঁকে মুখোমুখি লড়াই করে জিততে শিখিয়েছে। এই ভূখণ্ডের বাংলা ও বাঙালিবিরোধী পাকিস্তানি কালপর্বে ‘সন্জীদা খাতুন’ এক সাংস্কৃতিক বিদ্রোহের নাম।