নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে একটা জালেম সরকার দীর্ঘ সময় ধরে জুলুম চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেঁড়ে নিয়েছে। দেশটাকে পরাধীন করার জন্য সকল ষড়যন্ত্র করেছে। মানুষ ক্ষিপ্ত ও ছাত্ররা সহ্যৃ করতে না পেরে সকলে মিলে এ সরকার বিদায় দেয়ার জন্য রাস্তায় নেমে ছিলো। আল্লাতালা এই জালেম সরকারের পতনের যে ব্যাবস্থা করলেন। যারা জীবন দিয়ে বাস্তবায়ন করলো সেই সমস্ত ভাই বোনদের সংখ্যা এখনো সব পাওয়া যায়নি। এ আন্দোলন যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন আল্লাতালা তাদের শহীদ হিসেবে গ্রহণ করুক। তিনি আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর আসনের সাবেক এমপি’র বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সহয়তা প্রদানকালে এসব কথা বলেন। পরে তিনি শহরের হরিশপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে প্রতিটি নিহতর স্বজনদের হাতে এক লাখ টাকা করে সহয়তা তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবু জাফর গিফারী, রাজশাহী মহানগর আমির মাওলানা ড. কেরামত আলী, রাজশাহী অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় পরিষদের সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইউনুছ আলীসহ জামায়াতের রোকন ও নিহত পরিবারের সদস্যরা।
নিহতরা হলেন, নাটোর পৌরসভার বড়গাছা এলাকার শরিফুল ইসলাম মোহন, মল্লিকহাটি এলাকার ইয়াসিন আলী, বউবাজার এলাকার মেহেদি হাসান রবিন ও নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার শাওন খান সিয়াম। প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহয়তা প্রদান করা হয়।