বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী শাখার সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য এম কে সেলিম রেজা । বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক এমপি এম কে আনোয়ার হক ,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ প্রমুখ। কর্মীসভায় মফিজুর রহমান মফিজকে আহ্বায়ক কৃষক দলের কাজি বাবলুকে সিনিয়র আহ্বায়ক করে জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।