নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় শ্বাসরোধ করে রেহেনা বেগম নামের এক বৃদ্ধা কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বৃদ্ধা উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামের রাফাতুল্লাহ শেখের স্ত্রী। মঙ্গলবার রাত অনুমান তিনটার দিকে এ হত্যার ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের দাবি। বুধবার সকালে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের বাড়িতে থাকা নিহতের ছোট ছেলে রানা শেখ জানান, রাত তিনটার দিকে কাঁচ ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বের হয়ে দুজনকে দৌড়ে পালাতে দেখতে পায় সে। চোর চোর বলে তাদের পেছনে ধাওয়া করে না পেয়ে তার মায়ের ঘরে প্রবেশ করে রান ও তার স্ত্রী। সে সময় গলায় ওড়না পেচাঁনো অবস্থায় খাটের উপর তার মায়ের মরদেহ দেখতে পান।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, খবর পেয়ে সকালে নিহত বৃদ্ধার নির্মানাধীন ফ্লাট বাড়ির শয়ন কক্ষে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত চলছে, হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।