নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় সাবেক এমপি আবুল কালাম গ্রুপ ও বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাবেক এমপি গ্রুপের সমর্থক বাগাতিপাড়ার মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হাকিমকে আটক করেছে পুলিশ।আজ রবিবার রাত ৮ টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ভিতরভাগ গ্রামে মাঝগ্রাম গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লোকমান হাকিম কর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময় সভা করছিল। এ সময় প্রতিপক্ষ এমপি শহিদুল ইসলাম বকুল গ্রুপের সমর্থকরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে লোকমান হাকিম ও তার লোকজনের সাথে বর্তমান এমপি গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকমান হাকিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, তার সমর্থক লোকমান হাকিম নেতা কর্মিদের সাথে মতবিনিময় করছিলেন। এ সময় তার প্রতিপক্ষ বর্তমান এমপি বকুল গ্রুপের কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর হামলা করেছে। এর বেশী কিছু তিনি এখনো জানেন না। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু শেখ বলেন, একটা সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয় এবং সেখান থেকে একজনকে থানায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবেন।