নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ,এস,এম জাহাঙ্গীরকে মারপিটের অভিযোগ অপর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে। আজ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সোনাপুর বাজারে এই মারপিটের ঘটনা ঘটে। পরে আহত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে তার সমর্থকরা। হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী এ,এস,এম জাহাঙ্গীর হোসেন উপজেলার সাইলকোনা গ্রামের খোয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।
আহত জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। প্রচারণার এক পর্যায়ে আরেক চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক আরশেদ আলী একটি দোকানে বসে থাকলে তার সাথে সাক্ষাৎ করতে যাই। হঠাৎ আরশেদ আলী, বিদ্যুৎসহ কয়েকজন আমার উপর হামলা করেন এবং চেয়ার দিয়ে মারধর করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়। ঘটনাটি থানায় জানালে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে আরশেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনা জানান, এসব অভিযোগ ভিত্তিহীন। আমরা সন্ধ্যার দিকে সোনাপুর বাজারে এক দোকানে বসে আমাদের প্রার্থী শরিফুলের ভোট নিয়ে আলোচনা করছিলাম। এ সময় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর সেখানে এসে আমাদের কাছে ভোট চেয়ে হাত মিলায়। তখন আমরা তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক বলে ভোট দিতে পারবো না বলে জানিয়ে দিই। পরে তার সাথে কাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে তা তিনি দেখেন নাই।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তাকে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় এখনো কেউ কোন অবিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাগাতিপাড়া উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।