নাটোরের বাগাতিপাড়ায় তিনদিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স শেষ হয়েছে। সোমবার বিকালে বড়াল সভা কক্ষে প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে তিন ব্যাপী চলমান এ কোর্সে উপজেলার ৫টি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ অংশ নেন। কোর্সে গ্রাম আদালত, পয়ঃপদ্ধতি, হিসাব-নিরীক্ষা, কর্মপরিকল্পনা, দূর্যোগ ব্যবস্থাপনাসহ ইউনিয়ন পরিষদ প্রশাসনের যাবতীয় বিষয় অবহিত করা হয়। এর আগে গত শনিবার জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের কর্মসূচী ও মূল্যায়ন বিভাগের যুগ্ম-পরিচালক প্রবীর কুমার চক্রবর্তী এ কোর্সের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বাগাতিপাড়ার ইউএনও প্রিয়াংকা দেবী পাল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা।