নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেশের জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার ১৪ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিহারকোল বাজার সংলগ্ন সাপ্তাহিক বড়াল বার্তা পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলবিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকাদেবী পাল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ পিপি এম। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম সহ স্থানীয় গনমাধ্যম কর্মি ও ন্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটা ও মিস্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।