গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রীরামপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক হস্তান্তর করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নিকট আনুষ্ঠানিকভাবে ব্যারাকের চাবি হস্তান্তর করেন সেনাবাহিনীর মেজর আসিফ মাহমুদ শোভন। উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ওই ব্যারাকের একটি ইউনিটে ৫টি কক্ষে পাঁচটি পরিবার বসবাসের সুযোগ পাবেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। ব্যারাক হস্তান্তরকালে সেখানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, বাগাতিপাড়া সদর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ ।