নিজস্ব প্রতিবেদক:
গতকাল ঢাকায় বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোর প্রেসক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয । বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্ব¡পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো সেখানে ফিরে আসে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা গতকাল ঢাকায় বিএনপি’র অগ্নিসংযোগ এবং সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে শফিকুল ইসলাম শিমুল এমপি নাটোরে আগামীকাল বিএনপি’র জন সমাবেশকে প্রতিহত করার ঘোষণা দেন।