নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা যুবলীগ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে শহরের ছায়াবানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ছায়াবানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, সাবেক ছাত্রনেতা মোস্তারুল ইসলাম আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকীব বাকী, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন কোন ইস্যু ছাড়া বিএনপি জামায়াত এই তিনদিনের অবরোধের কর্মসূচি দিয়েছে। তাদের প্রতিহত করতে তিনদিনই তারা রাজপথে থাকবে। যেখানেই বাঁধা পড়বে সেখানেই যুবলীগ পৌঁছে যাবে তাদের উদ্ধার করতে।