ডেস্ক নিউজ
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনায় জনসাধারণকে ঘরে রাখতে কাজ করছে পুলিশ। তারা জনসাধারণকে সতর্ক করার পাশাপাশি বিনা প্রয়োজনে বাইরে বের হলে নানা রকম শাস্তিও দিচ্ছেন। তবে কুড়িগ্রামে ব্যতিক্রমী শাস্তির ব্যবস্থা করেছে জেলা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) থেকে মোটরসাইকেল নিয়ে বিনা প্রয়োজনে সড়কে বের হলেই পুলিশের সঙ্গে বাজারে আট ঘণ্টা ডিউটি করতে হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘পুলিশ সুপার, কুড়িগ্রাম’ নামে ফেসবুক পেজে পোস্টে দিযে এ নিয়ে সতর্ক করেছে জেলা পুলিশ।
পোস্টটিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদেরকে আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণে ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন? কি করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?
এ প্রসঙ্গে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, করোনা মোকাবেলায় জেলা পুলিশ দিন-রাত কাজ করছে। বিনা-প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পাচ্ছি না। ফলে এবার ভিন্নধর্মী শাস্তির ব্যবস্থা নেয়া হবে। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবুও মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।