ডেস্ক নিউজ
বিমান চলাচলের জন্য বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি সইয়ের ফলে অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে বলে উভয় দেশই আশা করছে।
প্রসঙ্গত, অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে অস্ট্রিয়া-বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের দাবি জানিয়ে আসছিলেন।