ডেস্ক নিউজ
গ্রামে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনে প্রায় ছয় হাজার কোটি টাকার একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। চলতি মাসেই প্রকল্পটির কাজ শুরু হবে। ডিজিটাল সংযোগ স্থাপন নামের প্রকল্পে আর্থিক এবং কারিগরি সহায়তা দিচ্ছে চীন সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। মোট ব্যয়ের তিন হাজার ৩৭৯ কোটি টাকার ঋণ দেবে চীন সরকার। বাকি দুই হাজার ৫০৫ কোটি টাকা সরকারে নিজস্ব তহবিল। মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৮৪ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। আগামী মঙ্গলবার একনেক বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সারাদেশে এক লাখ দশ হাজার ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হবে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব শক্তিশালী করতে এমন আরও ১০টি ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এছাড়া ৫৭টি বিশেষায়িত ল্যাব, সেন্ট্রাল ক্লাউড প্ল্যাটফর্ম এবং ফ্রন্টিয়ার টেকনোলজি সেন্টার হবে।