ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রিটেনের খাদ্য অবরোধ করতে চায়। এ জন্য তারা ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে খাদ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ অভিযোগ তুলে বলেছেন, এর মাধ্যমে ব্রেক্সিট আলোচনা ভিন্ন খাতে ঘোরানোর চেষ্টা করছে তারা। জনসন বলেন, ইইউর এ অবস্থান তার সরকারের ব্রেক্সিট বাস্তবায়নের চুক্তির ওপর প্রভাব ফেলবে।
এদিকে, ব্রেক্সিট-জট নতুন মোড় নিয়েছে। এবার ব্রিটেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে ইইউ। প্রায় তিন বছর আগে ব্রিটিশ জনগণের গণভোটে দেওয়া রায়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। এএফপি।