নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় প্রণোদনার পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র কেএম জাকির হোসেন চাষীদের হাতে বীজ ও সার তুলে দেন।
বৃহস্পতিবার সকালে পৌর মিলনায়তনে নির্বাচিত ১৫০ জন চাষীকে ১ কেজি করে পাট বীজ ও ১২ কেজি করে টিএসপি সার বিতরণ করা হয়। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিতরণী অণুষ্ঠানে বক্তৃতা করেন কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, সোনাভান বেগম, নজরুল ইসলাম প্রমূখ।