নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের আয়োজনে শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বনপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ হল রুমে থানার অফিসার্স ইনচার্জ দিলিপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা, ইউএনও আনোয়ার পারভেজ, পুলিশ পরিদর্শক সুমন আলী, কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি আবুল খায়ের খান, চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ কমিউনিটি পুলিশিং এর ৪ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।