নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে একটি বিদ্যালয়ের ২২ জন ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগে ওই প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। আজ রবিবার দুপুরে শিক্ষার্থীদের অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীতে অধ্যায়নত ২২ জন ছাত্রের চুল কেটে তাকে বরখাস্ত করা হয়।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, আগামিকাল সোমবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাৎসরিক শিক্ষা সফরে যাওয়ার পরিকল্পনা নেয়। এতে বিদ্যালয়ের সকল শিক্ষক সহমত পোষন করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রদেরকে চুল ছোট করে কাটার নির্দেশ দেন। এ দিকে প্রধান শিক্ষকের সেই নির্দেশ উপেক্ষা করে শিক্ষা সফরের আগের দিন আজ রবিবার তিনি বিদ্যালয়ে এসে দেখেন অনেকেই চুল ছোট করে কাটে নাই। আর এতে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন শ্রেনীর ২২ ছাত্রকে ধরে এনে পর্যায়ক্রমে নিজ হাতেই কাচি দিয়ে চুল কেটে ছেটে দেন। এমন সংবাদ শিক্ষার্থীদের অভিভাবকরা জানতে পেরে তারা বিদ্যালয়ে ছুটে আসেন এবং এর প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখার সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাসসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করার ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি বন্ধক রেখে টাকা আত্নসাৎ, অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যুৎ বিল আদায়, বিদ্যালয়ে নিয়মিত না আসা সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করে প্রধান শিক্ষকের দায়িত্বভার (ভারপ্রাপ্ত) হিসেবে দেওয়া হয়েছে সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সরকারকে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে কিনা তা বলা যাবে।