নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া নিউ ক্যাফে এন্ড চাইনিস রেস্টুরেন্টের ব্যাবস্থাপনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেডিসিন কোম্পানি রেডিয়ান্ট ফার্মেসিক্যালের উদ্যোগে ওই রেস্টুরেন্টেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওই মেডিসিন কোম্পানি পার্সেল হিসেবে পিঠার অর্ডার দেওয়া হয় রেস্টুরেন্টকে। রেস্টুরেন্টের নিজস্ব ব্যাবস্থাপনায় তৈরি করা শীতের মোট ৯ প্রকারের পিঠার ২০টি প্যাকেট সার্ভিস দেওয়া হয়। মানসম্মত গুনগত ভালো মানের পিঠার পার্সেল সার্ভিস পেয়ে খুশি হয় অর্ডার দেওয়া কোম্পানি।