এ যেন সময়ের পুনরাবৃত্তি। গেল বছরের সেপ্টেম্বরের শেষে আচমকা পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল ভারত। এবারও একই ঘটনা।
ভারত সরকারের পিয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরপরই বাংলাদেশের পিয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। রবিবার রাতেই পিয়াজের দাম ২০-২৫ টাকা বাড়িয়ে দেন দোকানিরা। এক দিনের ব্যবধানে খুচরা বাজারে ৪০-৪৫ টাকা বেড়ে, এ মসলাজাতীয় পণ্য কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
তবে শুধু খুচরা বাজার নয়, পাইকারি বাজারেও বেড়েছে পিয়াজের দাম। একদিনের ব্যবধানে ২০-২৫ টাকা বেড়ে দেশি ও ভারতীয় পিয়াজ বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮২ টাকায়। আর মিয়ানমার থেকে আমদানি করা পিয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।
এর আগে, অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণ করতে না পেরে রবিবার পিয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। রবিবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এই নিষেধাজ্ঞা আরোপের পরই বাংদেশের বাজারে পিয়াজের দাম বিক্রেতারা বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
এদিকে, বাজার নিয়ন্ত্রণে রাজধানীর ঢাকার ৩৫টি পয়েন্টে ৪৫ টাকা করে প্রতি কেজি পিয়াজ বিক্রি করা হবে। হঠাৎ করে সারাদেশ জুড়ে পিয়াজের দাম বেড়ে যাওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ সিদ্ধান্ত নিয়েছে।