ডেস্ক নিউজ
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার। প্রতিবেশী দেশটি থেকে প্রথমবারের মতো চাল আনা হবে রেলপথে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ দর প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।
তিনি জানান, এ চালের প্রতি কেজির দাম পড়বে ৩২ দশমিক ৭৩ টাকা। ভারতের সৌরভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ চাল সরবরাহ করবে। কোলকাতা হয়ে বেনাপোল দর্শনা-রহনপুর রুটে চাল পৌঁছাবে দেশে।
রেলে চাল আনা হচ্ছে কেন- এমন প্রশ্নের জবাবে শাহিদা জানান, ‘দ্রুত ও সহজ উপায়ে চাল আনতে কলকাতা থেকে প্রথমবারের মতো এই চাল আমদানি করা হবে।’