নিউজ ডেস্ক:
মঙ্গলবার (১১ জুন) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আসরে নিজেদের কক্ষপথে থাকতে জয়ের বিকল্প নেই দলের এমনটাই মন্তব্য টাইগার অধিনায়ক মাশরাফীর। তবে ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় ভাবনায় তিনি। অন্যদিকে, ইতিবাচক ফল চায় শ্রীলঙ্কাও।
হ্যারি পটার বই লিখে বিশ্ব খ্যাতি অর্জন করেছেন লেখিকা জে কে রাওলিন। ভাবছেন ক্রিকেটে রাওলিন কেন আসবে। আসলে ব্রিষ্টলে জন্ম নেয়া রাওলিন তো দারুণ এক গল্প লিখে বিখ্যাত। ঠিক তেমনি রাওলিনের জন্ম ভূমিতে বাংলাদেশ ক্রিকেট দলও লালিত স্বপ্নের নতুন এক গল্প রচনা করতে চায় বিশ্ব ক্রিকেট মানচিত্রে।
যে সংকল্পের শুরু ছবিতেই তামিম ইকবাল। দল তখনো মাঠে আসেনি। কিন্তু, তামিমের প্রতিজ্ঞ দেখুনি। আসলে সবার মাঝেই এমন ইস্পাত কঠিন দৃঢ়তা। জিততেই হবে। লঙ্কা বধ করতেই হবে। কারণ অন্য যে কোন লড়াইয়ের তুলনায় এবারের লড়াইটা যেন ভিন্ন মাত্রার। বিশ্বকাপের সমীকরণ মেলানোর ম্যাচ এটি। হারলেই চোরাবালিতে আটকে পড়তে হবে বাংলার বাঘদের। ব্যাপারটি জানেন অধিনায়ক। কিন্তু, প্রতিপক্ষের আগেও ভাবনায় ব্রিটিশ বৃষ্টি। আবহাওয়া অফিস যে খবর দিয়েছে তাতে করে পণ্ড হতে পারে দু’দলের ম্যাচ। আর তাই হলে বৃষ্টিতে শুধু ম্যাচই না বাংলাদেশের স্বপ্ন ভেসে যেতে পারে। শঙ্কার মেঘ মাশরাফীর চোখে মুখে।
মাশরাফী বলেন, ম্যাচটা হওয়া প্রয়োজন। এখনকার অবস্থায় দুটি দলই সমান অবস্থানে। তবে আমরা চাইবো অবশ্যই জিততে।
অন্যদিকে, মাস্টার মাইন্ড হাথুরুর ক্রিকেট মস্তিষ্ক আরেক ভাবনা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। কারণ টাইগারদের সম্পর্কে বেশ ধারণা আছে তার। আগের ম্যাচে বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পাওয়ায় সুবিধাজনক অবস্থায় শ্রীলঙ্কা। বোর্ডের সাথে দ্বন্দ্ব চরমে। বোর্ডকে উচিত জবাব দিতে হাথুরুর’ দলও চাইবে জিততে।
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জন লুইস বলেন, আফগানিস্তানের বিপক্ষে জয় আর পাকিস্তানের সাথে এক পয়েন্ট পেয়ে আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে দল ইতিবাচক কিছু করবে।
ব্রিষ্টলে বৃষ্টি আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে দু’দল। তাই সার্বিক অবস্থা বুঝে ম্যাচের আগ মুহূর্তে একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে মরা-বাচার সমতুল্য এক পরিস্থিতিতে পড়েছে। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। নয়তো বিশ্বকাপের স্বপ্ন হিমালয়ের উচ্চতার সমান কঠিন হয়ে উঠবে।