নিজস্ব প্রতিবেদক:
ভারতে ক্ষমতাসীন বিজেপি’র মহানবীকে হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে অশালীন উক্তি ও কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বর্জণের দাবীতে নাটোরে সরকারী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের রামাইগাছি এলাকায় টেক্সটাইল কলেজ থেকে সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিশপুর বাইপাস মোড় ঘুরে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধিন, রিফাত, তৌহিদ, অনিক, সোহাগ, জিসান, এনামুলসহ অন্যান্যরা। এ সময় বক্তারা কটূক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবী করে বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় বন্ধ সহ মহান সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবী করা হয়।