ডেস্ক নিউজ
গত বছর ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৪৫ কোটি ২২ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৮৩ লাখ ডলার বা ১৮ শতাংশ।
করোনা মহামারির মধ্যেও রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৭৮ কোটি ৫ লাখ মার্কিন ডলার (১.৭৮ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) যার পরিমাণ ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি।
গত বছর ফেব্রুয়ারিতে তারা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১৪৫ কোটি ২২ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৮৩ লাখ ডলার বা ১৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সোমবার এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ।
বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সে হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৮ কোটি ২১ লাখ ডলার কম এসেছে।
পাশাপাশি, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের প্রবাহ চাঙা থাকায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ দশমিক ১২ বিলিয়ন বা ৪ হাজার ৪১২ কোটি ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা গেছে, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার।
সবশেষ ২০১৯-২০ অর্থবছর শেষে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।