নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক(প্রশাসন) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাউছার, মহাব্যবস্থাপক(কারখানা) সরফারাজুল ইসলাম, মহাব্যবস্থাপক(অর্থ) সাইফুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন পাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আরশাদ হোসেন সাদির, প্রধান শিক্ষক গাউছুল আজম প্রমুখ। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, আড়বাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, গোপালপুর আদর্শ মহিলা কলেজের উপাধক্ষ্য মানিক উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাভলু, ব্যাংকার ফারুকুজ্জামান শিউলি বেগম প্রমুখ।