মার্কিন বায়োটেক মডার্নার পরীক্ষামূলক কোভিড ভ্যাকসিন বয়স্ক এবং তরুণদের দেহে সমানভাবে কার্যকর; পার্শ্বপ্রতিক্রিয়াও সামান্য।
প্রথম ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে, নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। বলা হয়, মডার্নার টিকাটি নিরাপদ এবং গবেষণার ফলও ইতিবাচক।
২৮ দিনের ব্যবধানে স্বেচ্ছাসেবকদের দুই ডোজ টিকা দেয়া হয়। এতে প্রায় সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তবে, দু’জনের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর ছিলো।
এছাড়া, অন্যদের মৃদু মাথা ও শরীর ব্যথা আর ক্লান্তি লক্ষ্য করেন গবেষকরা। বর্তমানে তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে মডার্না।
এদিকে সিনোভ্যাকের সম্ভাব্য প্রতিষেধক কিনতে চীনের সাথে ৯ কোটি ডলারের চুক্তি করেছে ব্রাজিলের সাও পাওলো প্রশাসন। পাবে সাড়ে ৪ কোটির বেশি ডোজ।