নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র খায়রুজ্জামান লিটন বলেছেন “ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পা নড়তে পারেনা তারেক জিয়ার নির্দেশনা ছাড়া। আর সেই তারেক জিয়া বর্তমান সরকার যে ডিজিটাল সুবিধা দিয়েছেন সেই সুবিধা নিয়ে প্রতিদিন মির্জা ফখরুলদের নির্দেশনা দিয়ে চলেছেন। আজ যদি বিএনপি নির্বাচনে এসে সত্যি সত্যিই জয় লাভ করে তাহলে কে হবে প্রধানমন্ত্রী ? যারা নিজেরাই জানেনা সেই দলকে নিয়ে জনগণ ভাবছে এমন ভাবার কোন কারণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন স্বপ্ন তারা দেখছে।” রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন আজ শনিবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পূরাতন বাসষ্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী এবং ছাত্র গণজমায়েত উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন। জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধূরী জলি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন সহ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন নাটোরের রাজপথ বিএনপি-জামায়াত মুক্ত রেখে আগামী সংসদ নির্বাচন করা হবে। আগামী সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনেই নৌকা মার্কাকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। তাই বর্তমান সরকারের উন্নয়নের কথা মনে রেখে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান বক্তারা। বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বিদেশে পলাতক আসামী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাষ্টার মাইন্ড দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান তারা।